এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় মারধরের শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জয় বাংলা স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা তার উপর চড়াও হন। পরে ঘটনাস্থলে উপস্থিত ছাত্র-জনতা ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন।
এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে আওয়ামী লীগ জানায়, আগামী রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করবে দলটি।
আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত দলটির এমন ঘোষণার প্রতিক্রিয়ায় শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে পাল্টা কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি তাদের ফেসবুক পেজে জানায়, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করবে তারা। অবশ্য বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা আসার পরপরই, অর্থাৎ শনিবার রাত থেকে জিরো পয়েন্টে অবস্থান নিতে থাকেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ সময় তাদের সঙ্গে সাঁজোয়া যান ও জলকামান থাকতে দেখা গেছে।