রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ০২:৩৮:৪৯

প্লিজ ১ মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন: আ. লীগকে হাসনাত আব্দুল্লাহ

প্লিজ ১ মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন: আ. লীগকে হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা হারানো দলটির এমন ঘোষণায় ফুঁসে ওঠেছে ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

গতকাল শনিবার রাতেই গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা।

পরে আজ রবিবারও সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের।

এমন পরিস্থিতিতে অন্তত এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে বলেন, ‘প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন।

দেখা না হলে তো কথা হবে না। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। আপনারা কোথায়?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে