শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১০:১২

বিচারপতি শামসুদ্দিন মানিককে গ্রেপ্তারের দাবি রিজভীর

বিচারপতি শামসুদ্দিন মানিককে গ্রেপ্তারের দাবি রিজভীর

ঢাকা : আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক দ্বৈত নাগরিকত্বের বিষয়টি লুকিয়ে রেখে অপরাধ করেছেন। এজন্য তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি উচ্চ আদালতকে আওয়ামীকরণের অশুভ পরিকল্পনা নিয়ে কাজ করেন বলেও অভিযোগ করেন রিজভী।

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

রিজভী বলেন, শামসুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব ছিল।  একজন বিচারপতির দ্বৈত নাগরিকত্ব অনৈতিক।  এ ধরনের ব্যক্তি কখনোই নিরপেক্ষ বিচার করতে পারেন না।  দ্বৈত নাগরিকত্বের বিষয়টি লুকিয়ে রাখার জন্য তার বিচার হওয়া উচিত।  এ জন্য শাসমুদ্দিনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে বিচার শুরুর উদ্যোগ নিন।

রিজভী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাদের দলের প্রার্থী ও নেতাকর্মীদের গ্রেপ্তার, ভয়ভীতি দেখানো হচ্ছে।  সরকার গণতন্ত্রের মৃতদেহের ওপর দাঁড়িয়ে আছে।  তারা বিরোধী দলমুক্ত একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার।  জালিম সরকার জনগণের বিরুদ্ধে যে রক্তঝরা আক্রমণ চালাচ্ছে, তার কাউন্টার অ্যাটাক করতে হবে।  জনগণের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গণ-আন্দোলন করতে হবে।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে