শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৫:৫৮

খালেদাকে বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি কমিশনার

 খালেদাকে বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি কমিশনার

ঢাকা : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেউ বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনারের কাছে জানতে চাওয়া হয়- ফুল দিতে এলে বিএনপি চেয়ারপারসনকে প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছে।  এ ক্ষেত্রে আপনাদের অবস্থান কী?

জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।  দেশের জনগণ সবাই সমান।  কেউ কাউকে বাধা দেবে, এটা কোনোভাবেই হবে না।  

তিনি বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব।  কেউ যদি বিশেষ নিরাপত্তার জন্য আবেদন করেন, আমরা তদন্ত করে যদি মনে করি, তার বিশেষ নিরাপত্তার দরকার আছে, অবশ্যই তা দেব।  কেউ যদি কাউকে বেআইনিভাবে বাধা দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি, নিরাপত্তা চাদর ভেদ করে কাউকে আইনবহির্ভূত কার্যকলাপ করতে দেয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, শাহবাগ থেকে শুরু করে চানখারপুল হয়ে পলাশীর মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত পুরো এলাকার প্রত্যেকটি কার্যক্রম সিসিটিভিতে মনিটরিং করা হবে।

তিনি বলেন, দোয়েল চত্বর-শাহবাগ-চানখারপুল-পলাশী এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।  পায়ে হেঁটে আসা যাবে।  সব দিকের সাধারণ লোকজন পলাশীর মোড়ে অপেক্ষা করবেন।  দোয়েল চত্বর দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিআইপিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।  একই পথ দিয়ে বের হয়ে যাবেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ভিআইপিদের ফুল দেয়া শেষ হলে রাত ১২টা ৪৫ মিনিটে পলাশীর রাস্তা খুলে দেয়া হবে।  তখন সাধারণ মানুষ শ্রদ্ধা জানবেন।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে