এমটিনিউজ২৪ ডেস্ক : উত্তরবঙ্গ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে আন্দোলন চলছে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগ থেকে বেশির ভাগ উপদেষ্টা নিয়োগ দেওয়ায় তুমুল সমালোচনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৩ নভেম্বর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাহাঙ্গীরনগর, রাজশাহী, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ থেকেও একজন করে উপদেষ্টা নেওয়া হোক।