এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তিনি জানান, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে, সারা জীবন তারা বিনা মূল্যে চিকিৎসা সেবা পাবেন।
এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালের বিছানায় পড়ে আছেন।
অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছে।’ আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।
এর আগে বুধবার অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলানগরে বিক্ষোভ সমাবেশ করেন জুলাই আন্দোলনে আহতরা। পরে রাত আড়াইটায় স্বাস্থ্য-তথ্যসহ চার উপদেষ্টা সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেন।