শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১২:১৫:৩০

শীত জেঁকে বসবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর

শীত জেঁকে বসবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর

এমটিনিউজ২৪ ডেস্ক: নভেম্বরের মাঝামাঝিতে রাজধানীতে শুরু হয়েছে শীতের আমেজ। ভোর থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশা। রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে মাঝরাত থেকে সকাল পর্যন্ত থাকছে ঠান্ডা আবহাওয়া। 

আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় কুয়াশার দেখা মিলছে। চলতি মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, অক্টোবরে সারাদেশে স্বাভাবিক বৃষ্টি হয় ১৬০ মিলিমিটার। কিন্তু এবার তা হয়েছে ২০৭ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টি বেশি হয়েছে ২৯ মিলিমিটার। এতে ঘূর্ণিঝড় দানার প্রভাব ছিল। সেজন্য কুয়াশার সঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের কোনো শঙ্কা নেই। 

আবহাওয়া অধিদফতরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম গণমাধ্যমকে বলেন, নভেম্বর মাস ঘূর্ণিঝড়প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ দেখা দিলেও তা এখন নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও একটি লঘুচাপ থেকে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসের বলা হয়েছে, শীত মূলত ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে। তবে রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে