রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ০৩:২০:১৮

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোথায় জানেন?

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোথায় জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। রবিবার সকালে জেলার বদলগাছীতে সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গতকাল শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয়।

আজ সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল থেকেই নওগাঁ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বেশ শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। এ ছাড়া ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাফেরা করতে দেখা গেছে।  
 
এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে ভর্তি হয়েছেন হাসপাতালে। ফলে চিকিৎসকদের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে শিশু এবং বয়স্কদের জন্য।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে