ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ আক্ষেপ করে বলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ! তুমি এমন এক প্রলয় দাও যারা গণতন্ত্রবিরোধী তারা যেন এ দেশ থেকে একেবারে ধ্বংস হয়ে যায়।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জনতার ধ্বনি আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এমন আক্ষেপ করেন।
হান্নান শাহ বলেন, আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে চাই, এ নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ জেনেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা তাদের দু’ এক ধাপ দেখবো, যদি তাদের আচরণ অতীতের মত দেখতে পাই তাহলে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শেখ হাসিনা বাকশাল কায়েম করেছে বোরকা পরে এর অশুভ দিক সাধারণ জনগণ ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।
হান্নান শাহ বলেন, একটি স্বাধীন দেশে বিচার বিভাগ স্বাধীন থাকে, কিন্তু বাংলাদেশের বিচার বিভাগ কি? পুলিশ যদি একজন সাধারণ মানুষকে ধরে নিয়ে বলে আপনি নেশা করেন ম্যাজিস্ট্রেটরা তা-ই বিশ্বাস করবে। তার বিরুদ্ধে মামলা হবে। আর ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা যদি হত্যা করেও থাকে তবুও বিচার বিভাগ থেকে মুক্তি পেয়ে থাকেন তারা।
মর্জিনা আফসার রোজির সভাপতিত্বে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় স্বাধীন বিচারব্যবস্থা ও নিরপেক্ষ নির্বচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি-যুগ্ন মহাসচিব এ. এম. মাহাবুব উদ্দিন খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম