ঢাকা : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের শাবান মাহমুদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবকণ্ঠের সোহেল হায়দার চৌধুরী। তারা একই প্যানেলের।
শনিবার দিনব্যাপী এ নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী। যুগ্ম-সম্পাদক পদে সাহানা শিউলী, কোষাধ্যক্ষ সেবিকা রানী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আখতার হোসেন, ক্রীড়া সম্পাদক মুফিজুর রহমান খান, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি ও দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শেষে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম