সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ০৬:২৪:০২

প্রেমের টানে যে নজির সৃষ্টি করলেন এক কিশোরী!

প্রেমের টানে যে নজির সৃষ্টি করলেন এক কিশোরী!

এমটিনিউজ২৪ ডেস্ক: বাংলাদেশি যুবক আহসানকে (২৪) ভালোবেসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আয়েশা খাতুন (১৭) নামে ভারতীয় এক কিশোরী। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামে আহসানের বাড়িতে এসে অবস্থান নেয় ওই কিশোরী।

প্রেমিক আহসান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। এ ছাড়া বাংলাদেশে আসা তরুণী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হুদাপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে আয়েশা খাতুন।

জানা যায়, দুপুর ১২টার দিকে সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে আহসানের বাড়িতে এসে অবস্থান নেন ভারতীয় ওই মেয়েটি। খবর পেয়ে ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বিকেল ৩টার দিকে ভারতীয় কিশোরীকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

আহসানের পরিবারের সদস্যরা জানান, ভারতের হুদাপাড়া এলাকার আয়েশা খাতুন দুপুর ১২টার দিকে আমাদের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। আহসানের সঙ্গে তার এক বছরের অধিক সময় ধরে প্রেম চলছে বলে ওই কিশোরী আমাদের জানিয়েছে। ভারতীয় ওই মেয়েটি প্রায় ৩ ঘণ্টা আমাদের বাড়িতে অবস্থান করার পর বিজিবি সদস্যরা এসে তাকে নিয়ে যান।

ঠাকুরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, চাকুলিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিকেল ৪টার দিকে ভারতীয় ওই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে