সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ০৯:৩১:১৬

পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ফিরে পেলেন চাকরি

পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ফিরে পেলেন চাকরি

এমটিনিউজ২৪ ডেস্ক: চাকরি ফিরে পেয়েছেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা। তারা হলেন- পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ মো. সাজ্জাত আলী ও সাবেক অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ৩৩/২০১৭ এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পৃথক আদেশে একইভাবে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ১০৬/২০২২(নতুন) ২৪৭/২০২১(পুরাতন) এর ২২ সেপ্টেম্বরের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব আলমকে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো।

তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে