মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ০১:০৭:১৭

এবার ছাদখোলা বাস চালু হচ্ছে বান্দরবানে পর্যটকদের জন্য

এবার ছাদখোলা বাস চালু হচ্ছে বান্দরবানে পর্যটকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক: এবার বান্দরবানে চিম্বুক-নীলগিরি ও মেঘলা-নীলাচলে চলাচলের জন্য প্রথমবারের মতো চালু হচ্ছে পর্যটকদের জন্য ছাদখোলা বাস। সোমবার (১৮ নভেম্বর) সকালে এই ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি ও শিল্পপতি কাজল কান্তি দাশ।

এদিকে কাজল কান্তি বলেন, জেলা প্রশাসকের অনুমতিতে ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বাসে চড়ে পাহাড়, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌর্ন্দয্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।

বান্দরবান হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে সকাল ৭টায় ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে বান্দরবান সদরে ফিরবে। এরপর বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে বাস। সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার সদরে ফিরবে।

৩১ সিটের এই বাসে ৫ বছরের তদূর্ধ্ব বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিরি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪শ’ টাকা। আর মেঘলা-নীলাচলে বাসভাড়া ২শ’ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে