মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১:২৩:০৩

বিচারকের সামনে কামরুলের দম্ভোক্তি— ‘এই দিন, দিন না’!

বিচারকের সামনে কামরুলের দম্ভোক্তি— ‘এই দিন, দিন না’!

এমটিনিউজ২৪ ডেস্ক: দীর্ঘ প্রায় ১৭ বছর "উন্নয়নের কলা ঝুলিয়ে" ক্ষমতার মসনদ আঁকড়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার। দলটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এই দীর্ঘ ফ্যাসিবাদি শাসনের মধ্যে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছিল আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি ও মন্ত্রীরা। 

অবৈধ অর্থ ও ক্ষমতার দম্ভ ধরে রাখতে গিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যা করা হয়েছে প্রায় দেড় হাজার নারী, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গুরুতর আহত করা হয়েছে ২৫ হাজারের বেশি মানুষকে। এতকিছুর পরেও, অনুশোচনা তো দূরের কথা, এখনও যেন দম্ভের কোনো কমতি নেই মানবতাবিরোধী এসব অপরাধীর। 

তাদেরই একজন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক জিয়াদুর রহমান জুম্মান তার এই রিমান্ড মঞ্জুর করেন। 

এ সময় এজলাসে বিচারকের সামনে অ্যাডভোকেট কামরুল সরকার পক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন’... এই কথা বলার পর কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার বলেন, ‘এই দিন, দিন না’।
 
এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক এই খাদ্যমন্ত্রীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী-সন্তানের নামে থাকা দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে এরইমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৪ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানান সংস্থার উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
 
দুদক সূত্রে জানা যায়, সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামরুল ইসলাম নিজের এবং তার স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। 

আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন। আবার খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কামরুল ইসলাম।
 
এছাড়া, নিজ নামে রাজধানীর ৪৮/১ নম্বর আজগর লেনে চারতলা বাড়ি নির্মাণ, মিরপুর আবাসিক এলাকায় দু’টি ফ্ল্যাট, নিজ নামে মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউ টাউনে ১০ কাঠা জমি, তার দু’টি টয়োটা ল্যান্ড ক্রজার গাড়ি রয়েছে (নম্বর-ঢাকা মেট্রো-ঘ, ১৫-৭৭০৭ এবং ঢাকা মেট্রো-ঘ, ১২-১৪৩৫)। 

তিনি ও তার অন্যান্য আত্মীয়-স্বজনের নামে-বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয়-বর্হিভূত সম্পদের মালিক হয়েছেন। এছাড়া, তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থপাচারেরও অভিযোগ রয়েছে।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত হন আব্দুল ওয়াদুদ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বিভিন্ন থানায় করা মামলায় গ্রেফতার করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে