ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বরিশালের আগৈলঝরা বিএনপির দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে থানা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম টিটো গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে আগৈলঝরা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রাশেদুল ইসলাম টিটো গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে নেয়া হয়।
তবে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম