নিউজ ডেস্ক : একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলে তার দলের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবীদের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছে।
এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মাটিতে পড়ে যান।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ২০ মিনিটে শহীদ মিনারের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওয়ানা হন খালেদা জিয়া। যাওয়ার পথে হাই কোর্ট মোড় ও দোয়েল চত্বরে দুই দফায় খালেদা জিয়ার গাড়িবহর আটকানো হয়।
রাত ১টা ২৫ মিনিটে খালেদা জিয়া শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষক তাকে এগিয়ে আনতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাদের ধাক্কা দিয়ে এগিয়ে আসেন। এ সময় ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান পড়ে যান।
পরে খালেদা জিয়ার সঙ্গের নেতাকর্মীরা শহীদ বেদীতে উঠতে গেলে সেখানে শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরা বাধা দেন। এ সময় নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। এতে তিন জন আহত হন। আহত তিনজনের নাম রিয়াজ, জুবায়ের ও পাভেল।
আহত জুবায়ের বলেন, “শৃঙ্খলা রক্ষায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে নেতাকর্মীদের শহীদ বেদীতে যেতে বাধা দেওয়া হয়। কিন্তু তারা আমাদের ওপর হামলা করে।”
এ বিষয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান বলেন, শহীদ মিনারে যেতে বিএনপি নেত্রীকে তিন জায়গায় ‘ব্যারিকেড’ দেওয়া হয়। এরপর শহীদ মিনারে পৌঁছালে নেত্রীর সঙ্গে ফুল দিতে যাওয়া নেতাদের আটকানো হয়। আমাদের নেতাদের নাজেহাল করা হয়েছে।
পরে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দলটির এক নেতা অভিযোগ করেছেন।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস