বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ০৬:৪৫:৩৭

শুরু হওয়া ব্যাপক সংঘর্ষ এখনো চলছে!

শুরু হওয়া ব্যাপক সংঘর্ষ এখনো চলছে!

এমটিনিউজ২৪ ডেস্ক:  রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলাচাল বন্ধ রয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় দুই কলেজের চার শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন- সিটি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার (২১) ও নূর হোসেন (২৪) এবং ঢাকা কলেজের শিক্ষার্থী মো. তুষার (১৮) ও অনিম (২১)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে