নিউজ ডেস্ক : প্রথমবার ১৯৬৩ সালে এসেছিলেন এই বাংলায়। থেকেছেন দুই বছর। এরপরই ফিরেছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু ছাড়তে পারেননি বাংলা ভাষার টান। সেই ভালোবাসার টানেই গবেষণার বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন জীবনানন্দ দাশের কবিতা।
সুদীর্ঘ ৩৫ বছর শিকাগো বিশ্ববিদ্যালয়ে ছিলেন বাংলার শিক্ষক। বাংলা ভাষা ও জীবনানন্দ দাশের কবিতাকে নিয়েছে বিশ্ব পরিমণ্ডলে।
জানা যায়, শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে প্রথম পরিচয়। তখন আইওয়া শহরে লেখালেখিবিষয়ক একটি কর্মশালায় গিয়েছিলেন জ্যোতির্ময় দত্ত। এই কর্মশালায় অতিথি হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ এবং বাংলাদেশের মোহাম্মদ রফিকও ছিলেন।
ষাটের দশকের শেষ দিকে কর্মশালা শেষ হওয়ার পর জ্যোতির্ময় দত্ত শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াতে যান। জ্যোতির্ময় দত্ত পড়তে দিয়েছিলেন জীবনানন্দের কবিতা। পরে কলকাতার বালিগঞ্জের ট্রায়াঙ্গুলার পার্কে জীবনানন্দ দাশের ছোট ভাই অশোকানন্দ দাশের বাসায় শ্রীমতী লাবণ্য দাশের সঙ্গে ক্লিনটন সিলির দেখা হয়।
শান্তিবাহিনী-পিস কোরের এক সময়কার সদস্য ক্লিনটন বুথ সিলি তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার আগে তিন মাস ভাষা শিখেছেন। এতে বাংলা সম্পর্কে পেয়েছেন মৌলিক ধারণা। ড. মোজাফ্ফর আহমদ তখন শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করার সুবাদে ছিলেন ক্লিনটন সিলির ভাষাশিক্ষক।
তবে শেখার মূল কাজটা হয়েছে বরিশালেই। পরে ৩৫ বছর শিকাগো বিশ্ববিদ্যালয়ে বাংলা শিক্ষা দিয়েছেন। আধুনিক যুগের বাংলা কাব্য পড়ানোর দায়িত্ব পড়ে ক্লিনটন সিলির ওপর। সেই পড়াতে গিয়েই তিনি বাধ্য হয়ে মাইকেল পড়েন, বিশেষ করে মেঘনাদবধ কাব্য। আর আটলান্টিকের এপারে ১৯৮০-এর দশকে মাইকেল চর্চা শুরু করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র উইলিয়াম রাঁদিচে।
সম্প্রতি মাইকেলকে নিয়ে ইংরেজিতে একটি উপন্যাসও প্রকাশিত হয়েছে। মোটকথা, শতবর্ষ ধরে পাঠ্যপুস্তকে বন্দী থাকলেও গত ৫০ বছরে মহাকবি মাইকেল নড়েচড়ে উঠেছেন তার সমাধিতে। মেঘনাদবধ কাব্যের দুটি ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল আগেই।
কিন্তু এই অনুবাদ দুটি প্রায় অজ্ঞাতই থেকে গেছে। নিউইয়র্ক থেকে এই মহাকাব্যের তৃতীয় অনুবাদ প্রকাশ করেন ক্লিনটন সিলি ২০০৪ সালে। অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে মেঘনাদবধ কাব্যের চতুর্থ অনুবাদ। -বিডি প্রতিদিন
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস