এমটিনিউজ২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁও এলাকায় ছাত্রদের সাথে আন্দোলনকারী অটোরিকশা চালকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় চালকরা তাদের ওপর ক্ষীপ্ত হয়ে দৌড়ানি দিলে তারা পিছু হটতে বাধ্য হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার পরে আগারগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ১০টা থেকে তারা এ মোড়ে অবস্থান নেয়। এসময় তাদের অবস্থানের কারণে গাবতলী হয়ে পঙ্গু হাসপাতালের সড়কটি ব্লক হয়ে যায়। তখন থেকে সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ ছিল এ সড়কের যান চলাচল। পরে পুলিশ ও ছাত্ররা তাদের সাথে কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে দুপুরে ছাত্ররা তাদের সরে যেতে বললে তাদের সাথে তর্কবিতর্ক বাধে। হাতাহাতির ঘটনা ঘটে। পরে চালকরা তাদের ওপর ক্ষীপ্ত হয়। তাদের দৌড়ানি দিলে ছাত্ররা পিছু হটে।
তবে সকাল থেকে অটোরিকশা চালকদের অবরোধের কারণে সড়কে চলাচলকারী লোকজন বিপাকে পড়েন। বিশেষ করে ভোগান্তিতে পড়েন আগারগাঁও এলাকায় আসা বিভিন্ন হাসপাতালের রোগী ও স্বজনরা।
গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের এমন নির্দেশনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর আগারগাঁও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে শুরু করেন তারা। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।