নিউজ ডেস্ক: সৃজনশীল দেশপ্রেমী মানুষ গড়ার আন্দোলন “আলোর মিছিল”-এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখা পাঠকচক্রের কমিটি গঠন করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাগিব নাজমুল সভাপতি এবং একই বর্ষের শিক্ষার্থী আবু সালেহ লিমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে আলোর মিছিলের নির্বাহী পরিচালক জুবায়ের আল মাহমুদ রাসেল উপস্থিত থেকে ‘আলোর মিছিল’-এর সৃজনশীল মানুষ গড়ার আন্দোলনের এ কমিটি ঘোষণা করেন।
এছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক তানজিলা আক্তার, দপ্তর সম্পাদক আরিফুজ্জামান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান রুবেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর সেতু।
নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে সংগঠনটির নির্বাহী পরিচালক জুবায়ের আল মাহমুদ রাসেল বলেন, ‘আমরা আমাদের বই পড়ার আন্দোলন বাংলাদেশের প্রতিটি বিদ্যাপীঠে ছড়িয়ে দিতে চাই। আমি চাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গড়ে ওঠা সৃজনশীল এই আন্দোলন ছড়িয়ে পড়ুক সমস্ত বাংলাদেশে।’
নবকমিটির সভাপতি নাগিব নাজমুল তার বক্তব্যে বলেন, ‘আমরা আলোর মিছিলের পাঠক হিসেবে বৃক্ষরোপণ করার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবুজায়ন করতে চাই। এর জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।’
দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেহ লিমন বলেন, ‘আমি আলোর মিছিলের মতো একটি সৃজনশীল সংগঠনে কাজ করতে পেরে গর্বিত। বই পড়ার এই আন্দোলনটি আমি আমার গ্রামের স্কুলগুলোতেও ছড়িয়ে দেব। পাশাপাশি আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী আমাদের দেশ গড়ার এই আন্দোলনে অংশ নেবে।
আরিফুর রাজুর প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল আলোর মিছিলের সৃজনশীল পাঠক কাহার সামি, জেনিম রাব্বী এবং হাবিবুর রহমান।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সৃজনশীল মানুষ গড়া ও জলবায়ু পরিবর্তনের বিরূপ চ্যালেঞ্জ মোকাবেলায় ২০১১ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনটি সৃজনশীল মানুষ গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই রাজশাহী ও নাটোরের ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ে বইপড়ার আন্দোলন পরিচালনা করছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিবছর ওই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ ছাড়াও নানা কর্মসূচী পালন করে আসছে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর