বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১১:৩৪:৫৩

জরুরি নির্দেশনা সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য

জরুরি নির্দেশনা সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বর্ষে ফেল করা শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ফেল করা শিক্ষার্থীরা সব বিষয়ে পরীক্ষা দেয়ার পরিবর্তে শুধু ফেল করা কোর্সে পরীক্ষা দিলেই হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তারা ২০২৩ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় সব পত্রে অংশগ্রহণ করার পরিবর্তে শুধু অকৃতকার্য কোর্সে মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

ফরম পূরণের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়, যেসব শিক্ষার্থী আগে ফরম পূরণ করেছেন, তাদের পূরণকৃত ফরম সংশোধন (স্টুডেন্ট টাইপ, পেপার কোড) করতে পারবেন। এ ছাড়া যারা আগে ফরম পূরণ করেননি (অকৃতকার্য), তারা নতুন করে ফরম পূরণ করতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে