শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ০২:৩০:৪৭

সুবিধাবঞ্চিত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, এবার প্রবাসে বসেই মিলবে যে সুবিধা

সুবিধাবঞ্চিত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, এবার প্রবাসে বসেই মিলবে যে সুবিধা

এমটিনিউজ২৪ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে স্বাস্থ্য সেবা দিতে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল। বাংলাভাষী চিকিৎসকরা প্রবাসী কর্মীদের স্বাস্থ্য বিষয়ে এই প্ল্যাটফর্মে পরামর্শ দেবেন।

কাতারের স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ দূতাবাসে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে জানান হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আলী।

সালাউদ্দীন আলী জানান, কাতারসহ বিশ্বের নানা প্রান্তে থাকা সুবিধাবঞ্চিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু করা হচ্ছে চিকিৎসা বিষয়ক অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্মসহ প্রতিটি দেশে একটি করে কমিউনিটি ক্লিনিক।

তিনি আরও বলেন, বিদেশে বসবাসরত যেসব বাংলাদেশিরা বিভিন্ন ডরমেটরিতে আছেন, তারা যদি টেলিভিশনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটি পেতে চান তাহলে তারা বিনামূল্যে সেবাটির জন্য আবেদন করতে পারবেন। আমাদের পক্ষ থেকে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে, যার মাধ্যমে তারা টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। প্রায় চার লক্ষ বাংলাদেশি কর্মী কাতারে কর্মরত আছেন। যারা প্রতি বছর প্রচুর রেমিট্যান্স দেশে পাঠান। এই মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই সেবা চালু করা হয়েছে।

প্রবাসীরা অ্যাপ ব্যবহার করে প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এশিয়ান স্পেশালাইজড হসপিটাল বিশ্বের প্রথম মাল্টিরিজিওনাল ভিডিও কলসেন্টার সেবা, যেখানে ১০০টির বেশি চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্বলিত পাতা ও বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক রয়েছেন। আর এই সুবিধা পাবেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে