রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:৫৬:৪৩

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘৭ মিনিটের’ ঝটিকা মিছিল, আটক ৫, বাকিদের ধরতে অভিযান চলছে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘৭ মিনিটের’ ঝটিকা মিছিল, আটক ৫, বাকিদের ধরতে অভিযান চলছে

এমটিনিউজ২৪ ডেস্ক: নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সাত মিনিটের ঝটিকা মিছিল করেছেন। যদিও মিছিলে বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট, মাফলার ও মাস্ক পরিহিত অবস্থায়।

শনিবার (২৩ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয়।

পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামে একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়।

তবে ঝটিকা মিছিলের এ ঘটনায় পুলিশ ভিডিও দেখে শনাক্তের পর ৫ ছাত্রলীগ নেতাকে আটক করেছে।

জানা গেছে, শাহাদত হোসাইন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বড় ভাইয়ের ছেলে (ভাতিজা)। আওয়ামী লীগ সরকার পতনের পর নেত্রকোণায় এই প্রথম কোনো মিছিল করেছে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিল বের করে। এরপর সড়ক দিয়ে এগিয়ে গিয়ে মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে। এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে।

এছাড়া শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোণা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বারুচরা বাজারে প্রতিবাদ মিছিল।’

শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে প্রায় ১৫-২০ জনের মতো নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন। তবে নেতাকর্মীদের কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, আবার কারও মাথা-মুখ মাফলার দিয়ে প্যাচানো ছিল। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সবাই যখন ঘুমে তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটক অভিযান অব্যাহত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে