মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাগ্নে জাহিদুল ইসলামের হামলায় তিন মামা নিহত হয়েছেন। এসময় আরও ১০/১২ জন আহত হয় বলে জানা গেছে।
নিহতরা হলেন- গোবিন্দল গ্রামের আপন দুই ভাই করিম মোল্লা (৫০) ও টেন্ডুল মোল্লা (৪৫) এবং তাদের চাচাতো ভাই আজিজ মোল্লা (৫০)। তারা তিনজন আপন চাচাতো ভাই।
রবিবার সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। তাদেরকে টেটা, দা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে জমি-জমা এবং পাওনা টাকার নিয়ে বিরোধের জেরে ভাগ্নে জাহিদ ও তার সমর্থকদের হাতে তিন মামা খুন হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এই খুনের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহিদ ও তার সমর্থকের হামলায় ওই তিনজন খুন করেছেন। জমি সংক্রান্ত ও পাওনা টাকা নিয়ে এদের মধ্যে বেশ কিছুদিন ধরে রেশারেশি চলছিল।
সৈয়দুজ্জামান আরও জানান, আহতদের সিংগাইর ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি বলে জানান।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস