বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:৪৮:৫৪

ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় আব্দুর রহমান হারুন (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আখাউড়া থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম।

গ্রেপ্তার আব্দুর রহমান হারুন হবিগঞ্জের চুনারুঘাটের ওলুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি চুনারুঘাট উপজেলার ওলুকান্দি গ্রামের আলফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, কেউ যেন ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ সতর্ক রয়েছে। যাদের পাসপোর্টে নিষেধাজ্ঞা রয়েছে তাদেরকে আমরা ইমিগ্রেশন করতে দিচ্ছি না। ওই ছাত্রলীগ নেতার নামেও নিষেধাজ্ঞা থাকায় তাকে গ্রেপ্তার করেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে