বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ০৮:৩৬:১৯

‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরী, মনে রেখো-শহীদেরা মরে না’

‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরী, মনে রেখো-শহীদেরা মরে না’

এমটিনিউজ২৪ ডেস্ক: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ট্রাকচাপা দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টা দশ মিনিটের দিকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলম লিখেছেন, ‘মারবা? পারবা না।’

পোস্টে তারা আরও লেখেন, ‘আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

এর আগে, বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এদিন দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে