বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:১৩:২৯

আগামী রবিবার থেকে যে বড় সুখবর ব্যাংকের গ্রাহকদের জন্য

আগামী রবিবার থেকে যে বড় সুখবর ব্যাংকের গ্রাহকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক: দুর্বল ছয় ব্যাংকে এ পর্যন্ত ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও দেওয়া হবে। যাতে কোন গ্রাহক ব্যাংকে টাকা নিতে এসে ফেরত না যায় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে পুরো নিশ্চয়তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের বা সরকাররের। আমানত নিয়ে গ্রাহককে কোন চিন্তা করতে হবে না। গ্রাহকের যখন যে টাকার প্রয়োজন রোববার থেকে এ টাকা দেওয়া হবে। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেয়ার পর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে টাকার বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সে অবস্থান থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক। স্বল্প পরিমাণে টাকা ছাপিয়ে ব্যাংকে দেবে বলে জানালেন গভর্নর।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সর্বপরি টাকা ছাপিয়ে বাণিজ্যিক ব্যাংককে দেওয়া হবে। তবে সমপরিমাণ টাকা বন্ড ইস্যু মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়া হবে। যাতে বাজারে বাড়তি টাকা না থাকে এবং মূল্যস্ফিতি না হয়। আগের মতই সংকোচনমূলক মুদ্রা নীতি অব্যাহত থাকবে।

অতীতে সরকারে ছাপিয়ে ধার দেয়া হয়েছে, বর্তমান সরকারেও সেটা করা হচ্ছে, আগের সরকারের সময়ের সাথে এই সময়ের পার্থক্য কি? সাংবাদিকের এমন প্রশ্নের জবাব তিনি বলেন, দুর্বল বলেন ব্যাংকের আজ্ঞা বহ কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে জবাব দিহিতার মধ্যে আনা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে