শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ০৮:৫১:৫৭

এবার গণপিটুনি এক আ. লীগ নেতাকে

এবার গণপিটুনি এক আ. লীগ নেতাকে

এমটিনিউজ২৪ ডেস্ক: রাজশাহীতে গণপিটুনি দিয়ে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকায় স্থানীয়রা প্রথমে তাকে ঘিরে রাখে, পরে বোয়ালিয়া থানার পুলিশ সেখানে গিয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

গণপিটুনির শিকার পিএম শফিকুল ইসলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে সম্প্রতি অবসরে গেছেন। তিনি রাজশাহীর বাগমারা আসনে আওয়ামী লীগের হয়ে বেশ কয়েকবার প্রার্থীতা ঘোষণা করেন।

এক ভিডিও ফুটেজে দেখা যায় আ. লীগের এ নেতাকে পুলিশ উদ্ধার করে গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা পথ রোধ করার চেষ্টা করেন। এ সময় তারা সামনে ও পিছন থেকে তাকে মারধর করেন।

সৈকত নামে রাজশাহী নগরীর সেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, ‘আমরা আওয়ামী লীগের এক নেতাকে ধরে রেখেছি সাধুর মোড়ে, মিডিয়া আসলে পুলিশের হাতে তুলে দেব।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন কালের কণ্ঠকে বলেন, পুলিশ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক অধ্যাপককে আওয়ামী বিরোধী বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করেছে। তাকে বোয়ালিয়া থানায় রাখা হয়েছে। তার বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায় হওয়ার কারণে সেখানকার থানায় খোঁজ নেওয়া হচ্ছে সেখানে তার নামে কোনো অভিযোগ রয়েছে কি না। আরএমপিতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ এ নেতার বিরুদ্ধে কোনো মামলা রুজু করা বা আটক দেখানো হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে