শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:০৮:৪২

‘শেখ হাসিনা ফিরবেন ফাঁসির মঞ্চে ওঠার জন্য, ক্ষমতার মসনদে নয়’

‘শেখ হাসিনা ফিরবেন ফাঁসির মঞ্চে ওঠার জন্য, ক্ষমতার মসনদে নয়’

এমটিনিউজ২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ‘৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রী ভারতে বসে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। 

কিন্তু ইতিহাস বলে এই ধরনের পলাতক শাসক কখনো রাজনীতিতে ফেরার সুযোগ পান না, হাসিনাও পাবেন না। এই হাসিনা আবারও নানা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চান। তিনি আসতে পারবেন, তবে তিনি ফিরবেন ফাঁসির মঞ্চে ওঠার জন্য, ক্ষমতার মসনদে নয়।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের বনরুপা আল-আমিন এতিমখানা মাঠের ওই সম্মেলনে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর শাখার আমীর মুহাম্মদ আব্দুস সালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জাফর ছাদেক, রাঙামাটি জেলা শাখার নায়েবে আমির মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মনছুরুল হক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৫ বছর জেলখানাগুলো ছিল জামায়াতের বাড়ি। নানা অন্যায়-অত্যাচার সহ্য করতে হয়েছিল দলটিকে।

দলের সিনিয়র নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের বিচারে ফাঁসি দেওয়া হয়। দলের নিবন্ধন বাতিল করার পরও দেশের মানুষের কাছে জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে।

এ সময় তিনি সরকারের কাছে বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যাসহ সকল বিচারের ব্যবস্থার দাবি করেন। 

কেন্দ্রীয় কার্যপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘দেশের মানুষ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চায়।

আগামী নির্বাচনে জামায়াতকে সাধারণ মানুষ ক্ষমতায় বসাতে চায়। তাই সকলকে জামায়াতকে নির্বাচিত করতে কাজ করার আহ্বান জানাই।’

তিনি আরো বলেন, সেই সময়ে চার দলীয় জোট সরকারের সঙ্গে সন্তু লারমার চুক্তি নিয়ে আলোচনা হয়। কিন্তু ভারতের কারণে সেটি হয়নি। পরে আওয়ামী লীগের সঙ্গে চুক্তি হলেও সেখানে বাঙালিদের বঞ্চিত করা হয়।

জামায়াত ক্ষমতায় গেলে পার্বত্য চুক্তিতে সবার অধিকার নিশ্চিত করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে