এমটিনিউজ২৪ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় আলমবাজার মিশুক স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার সঙ্গে আরজু মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের লোকজন গতকাল বিকেলে নোয়াপাথারিয়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষকারীরা মুখোমুখি অবস্থানে থেকে একে অন্যের ওপর দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত অর্ধশতাধিক লোককে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মিশুক স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে আহাদ ও আরজু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। দাঙ্গায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।