বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪২:৪৮

হঠাৎ বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন বাংলাদেশ সীমান্তে

হঠাৎ বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন বাংলাদেশ সীমান্তে

এমটিনিউজ২৪ ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এএনআই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়াস্বরূপ এই সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, অবস্থা আরো সংকটময় হয়ে ওঠে গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার পর। সেই ঘটনা ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে।

তিন দিক দিয়ে বাংলাদেশে বেষ্টিত ত্রিপুরা ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই পরিস্থিতিতে বিশেষভাবে সংবেদনশীল।

গণমাধ্যমটি আরো বলেছে, ভারতে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ সদস্যরা উচ্চ সতর্কতায় রয়েছেন, যাতে কোনো অস্থিরতা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। বিএসএফের সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার লাঙ্গে জানান, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজেশ বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিএসএফ আরো সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ভারতের সীমান্ত আরো সুরক্ষিত থাকে। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বাহিনী সার্বক্ষণিকভাবে, ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন দায়িত্ব পালন করছে। প্রতিটি সদস্য সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি হয়নি, যা বিএসএফ সামলাতে পারেনি।

আমরা আমাদের দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনে সর্বদা সচেষ্ট।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে