বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৬:৪৭

যে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রবাসীদের হয়রানির অভিযোগে

যে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রবাসীদের হয়রানির অভিযোগে

এমটিনিউজ২৪ ডেস্ক: প্রবাসীদের হয়রানির পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগে অবশেষে বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের ই-পাসপোর্ট এবং এনআইডি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিসেস কুয়ালালামপুরের (ইএসকেএল) সকল কার্যক্রম।

সাবেক ফ্যাসিস্ট সরকারের পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি ইএসকেএল মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্র ছাড়াই ট্রাভেল পাস, ই-পাসপোর্ট এবং এনআইডির মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব পায়।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। অথচ ট্রাভেল পাস, ই-পাসপোর্ট এবং এনআইডিসংক্রান্ত সেবাদানের পূর্ব কোনো অভিজ্ঞতাই ছিল না কোম্পানিটির।

প্রবাসীদের নির্বিঘ্নে সেবা দেওয়ার কথা থাকলেও রেমিট্যান্স যোদ্ধারা সেবা নিতে গিয়ে মারধরসহ নানা হয়রানির শিকার হয়েছেন। ‘গুডবাই দালাল ভাই’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা ইএসকেএল নিজেরাই গড়ে তোলেন বিশাল এক দালালচক্র।

সেবাপ্রত্যাশীদের এপয়েন্টমেন্ট নিয়ে সেবা নেওয়ার আহ্বান জানালেও ১৫০ রিঙ্গিত ঘুষ দিলে কোনোরকম এপয়েন্টমেন্ট ছাড়াই দালালরা পিছনের লিফট দিয়ে ভিতরে নিয়ে যান। আর এই দালালদের গডফাদার হলেন প্রতিষ্ঠানটির ব্রান্ডিং এন্ড মার্কেটিং ডাইরেক্টর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গর্ব করা অভিনেতা আরমান পারভেজ মুরাদ। এমনকি ১০ রিঙ্গিতের মোবাইল সিম ৩০ রিঙ্গিতে বিক্রি করেন সেবাপ্রত্যাশী প্রবাসিদের কাছে।

এ ছাড়া গণমাধ্যমে একেরপর এক প্রতিষ্ঠানটির নানা অনিয়মের খবর আসতে থাকে। এসব অনিয়ম ঢাকতে কতিপয় কিছু মিডিয়াকে অনৈতিক সুবিধা দিয়ে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ইএসকেএল। তবে, শেষ রক্ষা হয়নি, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি।

এদিকে এক বছরের চুক্তি পাওয়া ইএসকেএলের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২২ সেপ্টেম্বরে। চুক্তি নবায়ন করতে সবোর্চ্চ চেষ্টা চালিয়েছেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশিনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর আগামী ৫ বছরের জন্য ইএসকেএলের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, খোরশেদ আলম খাস্তগীর ইএসকেএলকে চুক্তির বাইরে এনআইডির সেবা দেওয়ার কাজও পাইয়ে দেন। তাছাড়া ইএসকেএলের কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে চেষ্টার ত্রুটি রাখেননি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম।

উল্লেখ্য, ইতোমধ্যে ইএসকেএল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ এর সঙ্গে জড়িত সকল ব্যবসায়িক অংশীদারদের বিরদ্ধে কোম্পানির নাম ভাঙিয়ে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগ উঠেছে। ই-পাসপোর্ট ও ভিসা সার্ভিসের আড়ালে হুন্ডি ব্যবসার সঙ্গেও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে ইএসকেএলের বিরুদ্ধে।

অভিযোগ আছে, ইএসকেএলের নামে দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে। ইএসকেএলের অনিয়ম নিয়ে বিগত সরকারের আমলে প্রতিবাদ করেছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন মুকুল, যার ফলশ্রুতিতে তাকে নোংরা ভাষায় গালাগালি করে ইএসকেএল থেকে নজর সরিয়ে নিতে নির্দেশ দেন নিক্সন চৌধুরীর ভাই নূর-ই-আলম চৌধুরী, যিনি তৎকালীন সংসদের চীফ হুইপ ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে