শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫২:৩৬

ফ্লাইউড কারখানায় আগুন

ফ্লাইউড কারখানায় আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক: সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীর রনি ফ্লাইউড ইন্ডাস্ট্রিতে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ইন্ডাস্ট্রির মালিকের দাবি।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে থার্মি কয়েলে তেল গরম হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ইন্ডাস্ট্রির মালিক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

ইন্ডাস্ট্রির ম্যানেজার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পরীক্ষা করার জন্য মেনটেনেন্স সম্পন্ন করার পর বয়লার জ্বালালে মেশিনের মধ্যে অত্যাধিক হাওয়া হয়। হাওয়া বের করার সময় তেলটা অত্যাধিক গরম হাওয়ার কারণে ফায়ার হয়ে আকস্মিক আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কারখানায় থাকা থার্মি কয়েল ও মোটরসহ অন্যান্য জিনিস আগুনে পুড়ে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর ইসলাম জানান, শুক্রবার ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ হতাহত হয়নি। তবে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে