শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৫:৫১

শীত জেঁকে বসেছে দেশের উত্তর জনপদে

 শীত জেঁকে বসেছে দেশের উত্তর জনপদে

এমটিনিউজ২৪ ডেস্ক: দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেলে বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র ঠাণ্ড হওয়ার তারা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। এ ছাড়া কুশায়ার কারণে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে