এমটিনিউজ২৪ ডেস্ক: প্রথম দফায় নোটের ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ পড়তে পারে এবং জুলাই বিপ্লবের গ্রাফিতি অন্তর্ভুক্ত হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে তাদের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ৬ মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে আসবে। টাকশালও এর প্রস্তুতি শুরু করেছে। প্রথম দফায় ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট পরিবর্তিত হবে।
জুলাই বিপ্লবের সময়কালীন দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো পশ্চিমা পথশিল্পের চর্চা হিসেবে পরিচিত, যা সাধারণত দর্শককে সরকার, রাষ্ট্র, ধর্মসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে উত্সাহিত করে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এসব গ্রাফিতি বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এখন ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এসব শিল্পকর্মকে স্থায়ী রূপ দিতে পারে এবং নতুন নোটের ডিজাইনে সেগুলো অন্তর্ভুক্ত হতে পারে, এর সাথে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্রও থাকবে। টাকার নতুন ডিজাইন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কাজ শুরু করেছে, যেখানে চিত্রশিল্পীরাও অংশ নিচ্ছেন। ডিজাইন চূড়ান্ত হলে, সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং প্রেস বা টাকশাল ছাপানোর কাজ শুরু করবে। নতুন নোট ছাপানোর জন্য বিশেষ কাগজ ও কালির আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে এবং ছাপার প্লেট বিদেশ থেকে আসবে।