রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ১০:১৭:১৪

ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন: তারেক রহমান

ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন: তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তায় তারেক রাহমান বলেছেন, ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে তাদের প্রাপ্য জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন!

তিনি আরো বলেন, ‘আপনার কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দলগত কাজ দেশকে গর্বিত করেছে। এই জয় বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের প্রমাণ।’

দুবাইয়ে ভারতকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। ১৩৯ রানে ভারতীয় যুবারা অলআউট হলে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে