সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৪০:১৮

এবার আগরতলা অভিমুখে লংমার্চের ঘোষণা বিএনপির

এবার আগরতলা অভিমুখে লংমার্চের ঘোষণা বিএনপির

এমটিনিউজ২৪ ডেস্ক: গতকাল ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন। ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে স্মারকলিপির পর এবার লংমার্চের ঘোষণা এসেছে।

জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল আগামী বুধবার (১১ মার্চ) আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সেখানে বলা হয়, বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করা হবে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল আটটায় নয়াপল্টন থেকে লংমার্চ শুরু হবে।

বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে একই দাবিতে গতকাল রোববার (৮ ডিসেম্বর) ভারতের হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে এই তিন সংগঠন। পরে ভারতের হাইকমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে