শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৭:৪১

কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ কর্মকর্তার মৃত্যু

কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ কর্মকর্তার মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মো. সাইফুল ইসলাম গোপালগঞ্জ পুলিশের ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। সাইফুল ফরিদপুর জেলার সালতা উপজেলার নাকুল হাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, সাইফুল আড়পাড়ায় অনুষ্ঠিত ওলামা দলের কর্মী সম্মেলনে দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেলেন। সম্মেলন স্থলের পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় টেকেরহাটগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে