রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৮:৪৯

দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, এমন পরিস্থিতিতেই বৃষ্টির পূর্বাভাস

দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, এমন পরিস্থিতিতেই বৃষ্টির পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া তীব্র শীতে জবুথবু দেশের বিভিন্ন অঞ্চল। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসের কারণে বাইরে বের হতে পারছেন না মানুষ। এমন পরিস্থিতিতেই বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

এ ছাড়া আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে