রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:২৮:৫৫

আমি মেজর জিয়া বলছি

আমি মেজর জিয়া বলছি

   ------------------রেজাউল করিম রেজা 

পঙ্কিম জলে ডুবুডুবু রবি 

উথিত করিতে চাতক সবই,

প্রধান মাঝি হাল ধরিয়া 

বাঁচাও তরী যায় ডাকিয়া। 

উত্তাল সাগর তপ্ত ভূমি 

আগুন বৃষ্টি ঝরেছে যখন ,

প্রধান মাঝি হাল ছেড়ে যায়

বজ্র কন্ঠ  ভাসে তখন ।

হতাশার মাঝে জাগান আশা

 জানান দিল অনন্য এক,

 জাগিয়া উঠ তন্দ্রা ভেঙে 

বধিতে অসুর করিতে ত্যাগ।

শক্ত হাতে হাল ধরিয়া 

আশা জাগায়ে মনে ,

যুদ্ধে যাবার  আহ্বানে 

নিজেও লড়েছেন রণে।

নয়টি মাসের রণ ক্ষণে

দীপ্ত নেতার তপ্ত জ্ঞানে,

রোহিত করিয়া ঝড়ো হাওয়া 

নতুন পালে দাঁড় টানে

স্বাধীন ডাকে বিজয় আনিয়া 

লাল সবুজের কেতন উড়ায় ,

বীর উত্তম উপাধিতে জিয়া 

সোনালী দিনের স্বপ্ন দেখায়। 

স্বাধীনতার স্বাদ পেতে না পেতে 

বন্দী হয় চাঁদের আলো, 

 মুক্তি আঘাতে ভাঙ্গিলো তরী 

বর্গীরা  সব দেশ ছাড়িলো।

 অমানিশায় ডুবে দিক হীন জাতি  

শত্রু ঘেরা বন্দি মেজর ,

মিত্র সহায় মুক্তি হইয়া 

ভাংগিয়া দিল শত্রুর পাজর।

দেশ গড়িতে শপথ  করিয়া

ঊষার লগ্নে ছড়ায়ে  আলো

সবুজ বিপ্লবে নবান্ন আনিয়া

বিশ্বময়  জানান দিল।  

ধনধান্য পুষ্প ভরা

আমাদের এই বসুন্ধরা,

ধর্ম বর্ণ জাতি ভেদে

বাংলাদেশই সবার শেরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে