এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরা জেলার গ্রামাঞ্চলের সব চায়ের দোকান রাত ১০টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাত ১০টার পর চায়ের দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা এবং তা.স খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেলে সহকারী কমিশনার এস এম আকাশ এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্তের ফলে গ্রামীণ জনগণ তাদের পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন, যা পারিবারিক সমস্যা কমাতে সহায়ক হবে। এছাড়াও, ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলে আশা করা হচ্ছে। এই নির্দেশনা কার্যকর করতে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
এর আগে বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল, সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মা.দ.কদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া প্রতিরোধ, চোরাচালান মামলার দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা রোধ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাজার মনিটরিং।
সভায় আরও উপস্থিত ছিলেন, লেফট্যানেন্ট কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভার আলোচনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।