এমটিনিউজ২৪ ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও তার মেয়েসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে দুপুরে পরিদর্শন ছাউনির পাশে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে ডিএমপি (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আমহম্মদ মুঈদ জানান, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা অভিযোগ আছে বলে জানায় পুলিশ।