সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২৬:৪৩

বঙ্গভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান, যোগ দেননি কর্নেল অলি

বঙ্গভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান, যোগ দেননি কর্নেল অলি

এমটিনিউজ২৪ ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগদান থেকে বিরত থাকেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সোমবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানান। বিজয় দিবসের সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও না যাওয়ার সিদ্ধান্ত নেন অলি আহমদ।

দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্র-জনতার তাজা রক্ত লেগে আছে। তাই চুপ্পুর অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন মহান মুক্তিযুদ্ধের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে