এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ৭১-এ শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ করতে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়েছিলেন। খুনি হাসিনাও মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের হয় দালাল না হয় দাস বানাতে চেয়েছিলেন। ছাত্র-জনতা সেটা হতে দেয়নি। ছাত্র-জনতা দাস নয়, নাগরিক হয়ে উঠবে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির শহীদ মিনার অভিমুখে বিজয় র্যালি শেষে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘নরেন্দ্র মোদিকে বলব, এটা বাংলাদেশ। এখানে কোনো উগ্রবাদের জায়গা হবে না। পৃথিবীর সব রাষ্ট্রকে বলে দিতে চাই, সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যয় ও সমতার ভিত্তিতে। কেউ যদি চোখ রাঙায় তাহলে চোখ উপড়ে ফেলব।’
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটওয়ারী বলেন, ‘৫৩ বছরের মুজিববাদ এসব গুম-খুনের জন্য দায়ী ছিল। বাংলাদেশের ছাত্র-যুবারা এটি ভেঙে দিয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের দুইটি শত্রু। দিল্লি আর হিন্দুত্ববাদ। এদের ব্যপারে সতর্ক থাকতে হবে।’
নাসির উদ্দীন বলেন, ‘আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। বিশ্ব মোড়লদের খবরদারি প্রতিষ্ঠিত হতে দেব না।’
তিনি আরও বলেন, ‘খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না। এর আগে যারা নির্বাচনের কথা বলবে তাদের বেঈমান হিসেবে চিহ্নিত করব। আওয়ামী লীগকে যেভাবে বিতাড়িত করেছি তাদেরকেও সেভাবে বিতাড়িত করব।’