মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:১৪:২২

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে রেলযোগাযোগ বন্ধ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

রেলের অস্থায়ী কর্মচারীদের বেতন বকেয়া থাকায় তারা ঢাকার এফডিসি ক্রসিংয়ে ব্যানার নিয়ে রেলপথ অবরোধ করেছেন। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে