এমটিনিউজ২৪ ডেস্ক : সুপ্রিম কোর্টের প্রখ্যাত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘ এক যুগ পর দেশে ফিরছেন। আগামী ২৬ ডিসেম্বর সকালে লন্ডন থেকে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন তার জুনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন (হিমু)।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে বিতর্কিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করার কারণে তিনি রাজনৈতিক চাপের মুখে পড়েন। এর ফলে, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি দীর্ঘদিন আইন পেশায় যুক্ত ছিলেন।
সম্প্রতি তিনি বাংলাদেশে গঠিত আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করেছেন। দলের অভ্যন্তরীণ কিছু মতবিরোধ এবং নিজের পেশাগত জীবনে মনোনিবেশ করার সিদ্ধান্তের কারণে তিনি এই পদত্যাগ করেছেন বলে জানা গেছে। দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও সব কিছু চূড়ান্ত করে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
দেশে ফিরে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পুনরায় আইন পেশায় সক্রিয় হবেন বলে নিশ্চিত করেছেন তার সহযোগী ব্যারিস্টার মাহমুদ।