বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৫:২৬

বাংলাদেশের যে ৯ জেলায় যাদের জন্য ঘর তৈরির উদ্যোগ নিল সৌদি আরব

বাংলাদেশের যে ৯ জেলায় যাদের জন্য ঘর তৈরির উদ্যোগ নিল সৌদি আরব

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ দেশের ৯ জেলায় বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরির উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির দাতব্য সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) অর্থায়নে বন্যাকবলিত অঞ্চলে এসব ঘর করা হবে। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে ঘর নির্মাণ কর্মসূচির উদ্বোধন করেন দেশটির উপ-রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আল-ইবরাহিম। 

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের দাতব্য সংস্থা কেএসরিলিফ-এর প্রকল্প পরিচালক ফাহাদ আল বাওয়ারদি, মোহাম্মদ আলকালি ও মোহাম্মদ আলশাম্মারি প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সুনবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও সিইও ড. মোহাম্মদ শাকির হোসাইন এবং ভাইস চেয়ারম্যান ব্রিগে. জেনারেল এবিএম গোলাম মোস্তফা (অব.)।
উপ-রাষ্ট্রদূত বলেন, বন্যা ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। এই পুনর্বাসন প্রকল্প বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় সৌদি সরকারের আগ্রহ ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। 

সুনবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ড. শাকির জানান, কেএসরিলিফের মাধ্যমে বাংলাদেশের ৯ জেলায় ৬৩০টি ঘর তৈরির উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- নোয়াখালী, ফেনী, কুমিল্লা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, লক্ষ্মীপুর ও ভোলা। সেখানে ইটের পাকা ফ্লোর ও টিনের বেড়া দিয়ে ঘরগুলো তৈরি করা হবে। তা ছাড়া নোয়াখালী ও ফেনীর বিভিন্ন স্থানে ২৪ কেজি ওজনের ৬১৯৫টি খাদ্য ঝুড়ি বিতরণ করবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে