নিউজ ডেস্ক : রাজধানীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী আট জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার এ তথ্য জানান।
তিনি বলেন, আটক আট জনের কাছ থেকে মনোগ্রাম সংবলিত গোয়েন্দা পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মারুফ হোসেন সর্দার জানান, এ আটজন ডিবি পরিচয়ে নানা অপরাধ কার্যক্রম চালাচ্ছিল।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস