বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৭:১৭

টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন মুসল্লিরা

টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন মুসল্লিরা

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠ থেকে ফিরে যেতে শুরু করেছেন মুসল্লিরা। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে মুসুল্লিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিতে শুরু করেন।

টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়ার পর মুসল্লিরা ফিরে যেতে শুরু করেন।

এর আগে, আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান এক গণ বিজ্ঞপ্তিতে জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ০৩ (তিন) কিলোমিটার এলাকায় জনসাধারণের জমায়েত নিষিদ্ধ থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ দক্ষিণ) নুর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না।”

সাদপন্থী মুরুব্বি মুয়াজ বিন নূর বলেন, “সরকারের সঙ্গে আমাদের মুরুব্বিদের আলোচনার পর মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর থেকে আমাদের মুসল্লিরা চলে যাচ্ছেন। গতকাল আসার পথে বিভিন্ন স্থানে আমাদের মুসল্লিরা বাধার সম্মুখীন হয়েছেন। এজন্য আজ ফেরার পথে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আমরা শঙ্কিত।”

প্রসঙ্গত, বুধবার ভোররাতে বিশ্ব ইজতেমা মাঠ দখল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে জুবায়েরপন্থি তিনজন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে, পুলিশ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা মাঠে সেনা, বিজিবিসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে