বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৩:৩৫

‘সবাই চাইলে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে’

‘সবাই চাইলে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে’

এমটিনিউজ২৪ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে।’ তবে এই মুহূর্তে এ বিষয়ে বর্তমান সরকার হাত দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে।

যদিও তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা আছে তা কিভাবে সমাধান করা হবে, তা একটি বিষয়। তবে এখনই এ বিষয়ে হাত দেবে না বর্তমান সরকার।’

এ সময় তিনি বলেন, ‘অন্তর্বতীকালীন সরকারের কেউ যেহেতু রাজনীতি করে না, তাই সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে। সময় হলে সব পরিষ্কার করা হবে।

এর আগে সকাল ১১টায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন তামাবিল স্থল বন্দরে পৌঁছে স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত তামাবিল স্থলবন্দরের অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে